EIIN: 132088
Overview:
Shift: Morning+Day
Number of students: 5000+
Number of teachers: 150
Headmaster: MD. Hafizur Rahman
Asst. Headmaster: Sohrab Hossain Molla
Clubs: Debating club, Science Club, BNCC, Red Cresent, etc.
Activities: Taking part and arranging the debate festival & science fair. They also arrange the largest debate festival every year.
Topic | Statement |
Number of buildings | The total number of building -6, the original building-1, the double-decker main building -02, the trilateral new building, the five-story college building, the main building’s bus building, the guardian’s cad. |
Number of rooms | 71 |
Number of student seats in different classes | Number of students in each class ~ 60 |
Computer lab | The school has 2 computer labs |
Multimedia Classroom | There are 1 multimedia classroom in the school |
Information about computer lab use | Student teachers use regularly. |
Game field information | There are two playgrounds in the school |
Bodybuilding and sanitation | Class-based athletics and sanitation system are good. |
History:
জম্ম: বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে,পঞ্চাশের দশকের প্রায় শেষ কালে ১৯৫৭ সালে ১৪ জুন যুক্ত পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, এদেশের কৃতি সন্তান,গণতন্ত্রের মানসপুত্র, জননন্দিত ও বরেণ্য নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী এই বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তখন এর নাম ছিল Motijheel Central Government High School. ১৯৫৭ সালে অল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে মতিঝিল সেন্ট্রাল গভ: স্কুল (বালক ও বালিকা) এর পথচলা শুরু হলেও ইতিহাসের হাত ধরে গৌরবদীপ্ত পথ পরিক্রমায় দু’টো শিফটে বিভাজিত প্রথম শ্রেণী হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত উন্নীত প্রায় সাড়ে তিন সহস্রাধিক ছাত্রের এক পরিণত মহিরূহ এই বিদ্যালয়। প্রতিষ্ঠালগ্ন হতে ষাট দশক যাবৎ এ বিদ্যালয় হতে জ্ঞানের অমিয় সুধা পান করে আসংখ্য জ্ঞানপিপাসু সৈনিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিশ্বের দশ দিগন্তে। সেবার ব্রত নিয়ে সরকারি বেসরকারি শীর্ষ পর্যায়ে নিয়োজিত রয়েছে শত শত প্রাক্তন শিক্ষার্থী। একাডেমিক শিক্ষার উৎকর্ষতার পাশাপাশি সহপাঠক্রমিক কার্যাবলির নৈপুণ্য, শিক্ষার গুণগত মানোন্নয়ন, সুষ্ঠু ও নৈতিক পরিবেশ, শিক্ষার্থীদের নৈতিক চরিত্রের উৎকর্ষ সাধন, সুশৃঙ্খল ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বিদ্যলয়ের শ্রদ্ধেয় প্রধানশিক্ষকের বিচক্ষণতা ও ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টি বর্তমানে সমগ্র বাংলাদেশের মাধ্যমিক শিক্ষার অনুসরণীয় ও অনুকরণীয় উজ্জ্বল আলোকবর্তিকার ভূমিকা পালন করছে। অবস্থান: আয়তনে ক্ষুদ্র হলেও জনসংখ্যার বিচারে বিশ্বের নবম স্থানীয় রাষ্ট্র মহানগরীর কেন্দ্রস্থল, কেন্দ্রীয় অফিস পাড়া, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল এর খুব সন্নিকটে, রাজারবাগ পুলিশ লাইনস ও কমলাপুর রেলওয়ে স্টেশনের প্রায় মধ্যবর্তী স্থানে আউটার সার্কুলার রোডের পাশের সাড়ে সাত একর ভূমি জুড়ে সুউচ্চ প্রাচীর ঘেরা, ফুলে-ফলে সুশোভিত বৃক্ষরাজি পরিবৃত্ত এক মনোরম এক নৈসর্গিক সৌন্দর্যমন্ডিত স্থানে এর অবস্থান।
Address:
Street: Razarbagh circle
City: Dhaka
P.code : 1000
Contact:
Phone : 01552304721,9333331
E-mail: [email protected] , [email protected]
Website: https://www.mgbhs.edu.bd/
মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয় এর ২০২২ সালের ১ম, ৬ষ্ঠ ও ৯ম শ্রেনীর ভর্তি বিজ্ঞপ্তি-
https://www.facebook.com/eduportalbd/posts/4909536839090875
#EduportalBD #admission2022