Nursing Information Related Group (study, admission for Bsc and Diploma)

98

About:

এই গ্রুপটা তৈরি করা হয়েছে নার্সিং ভর্তি পরীক্ষা,পড়াশুনা বিষয়ক বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করা। . ..গ্রুপের কিছু নিয়ম আছে,,নিয়মগুলো যারা মানবেন না তাদেরকে গ্রুপ থেকে রিমোভ করা হবে। নিয়ম:

  1. গ্রুপটা একটা নার্সিং ভর্তি,নার্সিং নিয়ে সব ধরনের তথ্য, সম্পর্কিত গ্রুপ,,,,,পড়াশুনার সব বিষয় নিয়ে এখানে পোষ্ট করা হবে।
  2. কোন খারাপ পোষ্ট,অশালীন ভিডিও, লাইক,সেল নিয়ে পোষ্ট করা যাবেনা।
  3. খারাপ,অশালীন ভাষা বা খারাপ ব্যবহার করলে গ্রুপ থেকে রিমোভ করা হবে।
  4. একমাত্র পড়াশুনা ছাড়া অন্য কোন পোষ্ট করা যাবেনা।
  5. এক বিষয় নিয়ে গ্রুপে বারবার পোষ্ট করা যাবেনা,যেসব বিষয় নিয়ে গ্রুপে আলোচনা করা হয়নি সেইসব বিষয় নিয়ে গ্রুেপে পোষ্ট করতে হবে,,অন্যথায় একই পোষ্ট বারবার করলে পোষ্ট রিমোভ করা হবে।
  6. এডমিন এবং মেম্বার সাথে কেউ খারাপ ব্যবহার করলে তাকে গ্রুপ থেকে রিমোভ করা হবে।
  7. গ্রুপে একমাত্র নার্সিং এ যারা পড়েন বা পড়বে তারাই শুধু এড হবে,,অন্যথায় বাকিদের রিমোভ করা হবে।
  8. সকল মেম্বার গ্রুপের মর্যাদা রক্ষা করবেন। আশা করি সবাই গ্রুপের নিয়ম গুলো মেনে চলবেন। ধন্যবাদ।

Join the Facebook group